০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

ত্রুটি সারিয়ে ৫ দিন পর উৎপাদনের ফিরলো যমুনা সার কারখানা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / 25

জামালপুরের সরিষাবাড়ীতে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পাঁচ দিন পর আবারও ইউরিয়া উৎপাদন শুরু করেছে যমুনা সার কারখানা।রোববার (১১ জানুয়ারি) রাত থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিতাস গ্যাস কোম্পানি গ্যাসের চাপ কমিয়ে দেওয়ায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সংযোগ পেয়ে উৎপাদনে ফেরে কারখানাটি।

পরবর্তীতে গত ২৪ নভেম্বর গ্যাসের চাপ বৃদ্ধি পেলে প্রায় ৩০ দিন ধরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষে ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় যমুনা সার কারখানা। তবে উৎপাদন শুরুর মাত্র ১৫ দিনের মাথায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার রাত থেকে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

৯ মাস বন্ধের পর চালু, ৪৪ দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ৯ মাস বন্ধের পর চালু, ৪৪ দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন করার পর পাঁচ দিন পর রোববার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

এ বিষয়ে উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। সব ত্রুটি মেরামত শেষে রোববার রাত থেকে আবার স্বাভাবিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ত্রুটি সারিয়ে ৫ দিন পর উৎপাদনের ফিরলো যমুনা সার কারখানা

আপডেট: ০৮:২৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

জামালপুরের সরিষাবাড়ীতে অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পাঁচ দিন পর আবারও ইউরিয়া উৎপাদন শুরু করেছে যমুনা সার কারখানা।রোববার (১১ জানুয়ারি) রাত থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম পুনরায় চালু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত যমুনা সার কারখানাটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান। তিতাস গ্যাস কোম্পানি গ্যাসের চাপ কমিয়ে দেওয়ায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ মাস বন্ধ থাকার পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সংযোগ পেয়ে উৎপাদনে ফেরে কারখানাটি।

পরবর্তীতে গত ২৪ নভেম্বর গ্যাসের চাপ বৃদ্ধি পেলে প্রায় ৩০ দিন ধরে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ শেষে ২৩ ডিসেম্বর বিকেল ৪টা ১৫ মিনিটে পুরোপুরি উৎপাদনে যায় যমুনা সার কারখানা। তবে উৎপাদন শুরুর মাত্র ১৫ দিনের মাথায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় মঙ্গলবার রাত থেকে আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।

৯ মাস বন্ধের পর চালু, ৪৪ দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ৯ মাস বন্ধের পর চালু, ৪৪ দিনের মাথায় ফের উৎপাদন বন্ধ

যান্ত্রিক ত্রুটি মেরামত সম্পন্ন করার পর পাঁচ দিন পর রোববার রাত থেকে পুনরায় ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

এ বিষয়ে উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) মো. ফজলুল হক বলেন, অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখতে হয়েছিল। সব ত্রুটি মেরামত শেষে রোববার রাত থেকে আবার স্বাভাবিকভাবে ইউরিয়া উৎপাদন শুরু করা হয়েছে।

শেয়ার করুন