পঞ্চগড় ২ আসনে ভোট কেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

- আপডেট: ০৮:৩৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / 20
পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের মায়ের নামে প্রতিষ্ঠিত একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার বিকেলে জেলার বোদা উপজেলার সাকোয়া বাজারে দাঁড়িপাল্লা মার্কার নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদের সদস্য ও আসনটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল বাসার বসুনিয়া। তিনি বলেন, পাঁচপীর ইউনিয়নের জয়কৃষ্ণ বলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন ভোটাররা। ৪ নম্বর ওয়ার্ডের জনবহুল ইসলামপুর এলাকায় অবস্থিত কেন্দ্রটিতে ভোটার সংখ্যা এক হাজার ৪১ জন। বিএনপি প্রার্থীর আবেদনের পর কেন্দ্রটি তার বাড়ির পাশে মেনাগ্রাম ‘বেগম ফেরদৌসি হাফেজিয়া ফোরকানিয়া মাদ্রাসা ও এতিমখানায়’ স্থানান্তর করা হয়েছে, যেখানে ভোটার সংখ্যা মাত্র ৪৩৬ জন।
আবুল বাসার অভিযোগ করেন, ভোটারদের ভোগান্তিতে ফেলা, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং অন্য প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। দ্রুত কেন্দ্রটি আগের জায়গায় ফিরিয়ে নিতে উপজেলা নির্বাচন অফিসারের কাছে গণস্বাক্ষরসহ আবেদন জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে বোদা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা তসলিম উদ্দীন, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য হাসিনুর রহমান, সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন




















