০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাটোরের বাগাতি পারায় দোয়া মাহফিল

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৭:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • / 29

ছবি: নাটোরের বাগাতি পারা উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের ৮ও ৯ নং ওয়াড কর্তৃক আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন নাটোর ১ আসনের বিএনপি মনোনীত প্রাথী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বক্তব্যের শুরুতেই ব্যারিস্টার পুতুল তার পিতা, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম ফজলুর রহমান পটলের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, “আমার পিতা এই এলাকার মন্ত্রী ও এমপি হিসেবে আপনাদের সেবা করেছেন। আপনারা তাকে বারবার নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন। আমি তারই সন্তান হিসেবে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি।”

আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি অত্যন্ত সচেতন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এই মুহূর্তে আমি ভোট চাইতে আসিনি। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য এবং আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন।”

বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাটিয়েছেন। তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন, বড় সন্তান নির্যাতিত হয়ে প্রবাসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন, তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি।

এই আপসহীন নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের কথা বলতে চাই। আমাদের নেতা তারেক রহমান যে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও ফজলুর রহমান পটলের আত্মার শান্তি কামনা করা হয়।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নাটোরের বাগাতি পারায় দোয়া মাহফিল

আপডেট: ০৭:১৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ফাগুয়ার দিয়ার ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

বক্তব্যের শুরুতেই ব্যারিস্টার পুতুল তার পিতা, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম ফজলুর রহমান পটলের স্মৃতি চারণ করেন। তিনি বলেন, “আমার পিতা এই এলাকার মন্ত্রী ও এমপি হিসেবে আপনাদের সেবা করেছেন। আপনারা তাকে বারবার নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিয়েছেন। আমি তারই সন্তান হিসেবে আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি।”

আসন্ন ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি অত্যন্ত সচেতন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনের আইন অনুযায়ী এই মুহূর্তে আমি ভোট চাইতে আসিনি। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে শুধুমাত্র দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য এবং আমার মরহুম পিতার জন্য দোয়া করবেন।”

বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এ দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে কাটিয়েছেন। তিনি তার ছোট সন্তানকে হারিয়েছেন, বড় সন্তান নির্যাতিত হয়ে প্রবাসে নির্বাসিত জীবন কাটাচ্ছেন, তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি।

এই আপসহীন নেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আপনাদের দোয়া ও সমর্থন থাকলে আমি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আপনাদের কথা বলতে চাই। আমাদের নেতা তারেক রহমান যে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়া ও ফজলুর রহমান পটলের আত্মার শান্তি কামনা করা হয়।

শেয়ার করুন