বিএনপিই পারবে বাংলাদেশকে স্বপ্নের বাংলাদেশ গড়তে : ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

- আপডেট: ০৭:১৯:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
- / 24

ছবি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল
বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) আসনে দলটির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘টেকনাফ থেকে তেতুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ভোটের ওপর দাঁড়িয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। বিএনপিই পারে বাংলাদেশকে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগাতি পারার ১নং পাকা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠন অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুতুল বলেন, আমারা যদি মনে করি গত ১৭ বছর আমাদের উপর অনেক অন্যায় হয়েছে আমরা যদি এখন সেই অন্যায়ের প্রতশোধ নেই তাহলে কি দেশ আগাবে আগাবেনা। আমাদের কে প্রতিশোধ পরায়নতা বাদ দি একটি সমৃদ্ধশালি বাংলাদেশ গরতে হলে সবাই কে এগিয়ে আসতে হবে।
আমাদের এলাকায় অনেক সমস্যা আছে, রাস্তা ঘাটের সমস্যা আছে স্কুল কলেজের সমস্যা আছে, এই একায় হাজারো সমস্যা আছে। সমস্যা যেমন আছে সমাধান ও আছে। আপনারা যানেন আমার মরহুম পিতা ফজলুর রহমান পটল এই এলাকার মন্ত্রী ছিলেন। এমপি ছিলেন। আপনারা বার বার আমার বাবাকে নির্বাচিত করেছেন। আমি তারই সন্তান, আপনাদের কাছে আমি এসেছি। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি যদি নির্বাচিত হই তাহলে এই লালপুর বাগাতি পারাকে পরিবর্তন করা সম্ভব।
বাংলাদেশের উন্নয়ন বলতে শুধু অবকাঠামোগত উন্নয়ন কে বলা হবে না। বিএনপি মনে করে বাংলাদেশের উন্নয়ন মানে প্রতিটি ঘরের উন্নয়ন, প্রতিটি জনগণের জীবনমানের উন্নয়ন।

তিনি আরো বলেন, আমি আপনাদের বেটি হিসেবে আপনাদের বলে গেলাম এই বাংলাদেশে যত উন্নয়ন হবে তার ছোয়া এই এলাকায় লাগবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন সেই সাথে দোয়া করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমানের জন্য।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগাতি পারা উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ এলাকার সাধারণ মানুষ।



















