১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
ভেনেজুয়েলায় স্বর্ণের খনি ধসে নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট: ১২:০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
- / 23
ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে একটি উন্মুক্ত স্বর্ণের খনি ধসে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার মধ্যাঞ্চলে বেআইনিভাবে পরিচালিত একটি স্বর্ণের খনিতে মাটির দেয়াল ধসে পড়ার পর অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে।দুর্ঘটনার সময় সেখানে বহু মানুষ কাজ করছিলেন।তাই আরও হতাহতের সম্ভাবনা রয়েছে।
ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছেন এবং ধসের ঘটনায় নিহতের সংখ্যাকে ‘বিশাল’ বলে উল্লেখ করেছেন।
ট্যাগ :