০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

শেরপুর নালিতাবাড়ীতে অটোচালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
  • আপডেট: ০৮:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / 28

শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ হোসেন (৪২) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৪মার্চ(বৃহস্পতিবার) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোশারফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে মোশারফ গতকাল বুধবার ইফতারের পর কাকরকান্দি পিঠাপুনি তার নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে। কিন্তু রাতে সে আর বাড়ী ফিরেনি। পরে তার স্বজনরা মোশারফের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পায়। পরে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। অপরদিকে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত মোশারফ হোসেন এর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

শেরপুর নালিতাবাড়ীতে অটোচালকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৮:১৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

শেরপুরের নালিতাবাড়ীতে মোশাররফ হোসেন (৪২) নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৪মার্চ(বৃহস্পতিবার) সকালে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মোশারফ হোসেন উপজেলার কাকরকান্দি ইউনিয়নের পিঠাপুনি গ্রামের সাফায়েত উল্লাহর ছেলে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে মোশারফ গতকাল বুধবার ইফতারের পর কাকরকান্দি পিঠাপুনি তার নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে। কিন্তু রাতে সে আর বাড়ী ফিরেনি। পরে তার স্বজনরা মোশারফের ব্যবহৃত মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পায়। পরে তার পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। অপরদিকে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ঘাকপাড়া এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, নিহত মোশারফ হোসেন এর মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন