সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

- আপডেট: ০৬:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / 19
প্রতীকী ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১০ মে) বেলা ১১টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যুগনিদহ ও বেলা সাড়ে ১১টার দিকে বাঘাবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নার্গিস খাতুন (৩৫) এবং শেলাচাপড়ি এলাকার মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতরা বাঘাবাড়ি উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি আছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ওয়াদুদ জানান, শুক্রবার সকাল ১১টার দিকে যুগ্নীদহ এলাকায় ট্রাকচাপায় অটোভ্যানের যাত্রী নার্গিস খাতুন নিহত হন। এতে ভ্যান চালক আহত হয়েছেন।
এছাড়া সকাল সাড়ে ১১টার দিকে বাঘাবাড়ি গ্যাস অফিসের পাশে ট্রাকের সঙ্গে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আরশেদ প্রামাণিক মারা যান। এ সময় আহত হন আরো পাঁচজন।
ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে গেছে তবে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।