পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে নিহত শতাধিক মানুষ

- আপডেট: ০৮:১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪
- / 29
পাপুয়া নিউ গিনিতে ভূমিধসের পরবর্তী মুহূর্তের চিত্র – ইউএনএ
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ইনগা প্রদেশের কাওকালাম গ্রামে বৃহস্পতিবার (২৪ মে) দিবাগত রাত তিনটার দিকে এক ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটে। ওই ঘটনায় শতাধিক প্রাণ গেছে এবং মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির সংবাদমাধ্যম পোস্ট কুরিয়ার জানিয়েছে, অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ভূমিধসে প্রায় শতাধিক নিহতের শঙ্কা রয়েছে।এছাড়াও ৩০০ জনেরও বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছেন এবং এক হাজার ১৮২টি বাড়ি ঘরও চাপা পড়েছে।
এদিকে অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্ট (ডিএফএটি) শনিবার জানিয়েছে, ইনগা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিএফএটি-র মুখপাত্র এক বিবৃতিতে বলেন, এই ভূমিধসে সব রাস্তা বন্ধ হয়ে গেছে। তাই ঘটনাস্থলে পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে হেলিকপ্টার।
দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, ত্রাণ ও পুনরুদ্ধারে সহায়তা করছে দুর্যোগ কর্মকর্তা, প্রতিরক্ষাবাহিনী ও ওয়ার্কস অ্যান্ড হাইওয়ে বিভাগ।