০২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সুপার ওভারের  রোমাঞ্চে জয় পেলো নামিবিয়া 

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট: ০৬:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / 26

জয়ের নায়ক ডেবিড ভিসার বীরত্বে সুপার ওভারে রোমাঞ্চকর জয় পেলো নামিবিয়া।  ছবি: সংগৃহীত 

টি-২০ বিশ্বকাপের নবম আসরে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বারের মত সুপার ওভারে গড়ালো ওমান- নামিবিয়ার ম্যাচ।লো স্কোরিং ম্যাচে জয়ের পাল্লা নামিবিয়ার পক্ষে ভারী থাকলেও শেষ ওভারে শেষ বলে জয়ের জন্য ২ রান লাগতো নামিবিয়ার। পেসার মেহরানের শর্ট বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ভিসা। লেগ বাই থেকে কোনোমতে ১ রান নিয়ে ম্যাচটা সুপার ওভারে নেয় নামিবিয়ার ডেবিড ভিসা।

সুপার ওভারে নামিবিয়ার ব্যাটিংয়ে প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকানোর পর তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে একটি ডাবল ও সিঙ্গেল রান নেন ভিসা, শেষ দুই বলে বাউন্ডারি নেন ডানহাতি ব্যাটসম্যান ইরাসমাস।সুপার ওভারে ওমানের দরকার ৬ বলে ২২ রান।

বোলিং এসে তৃতীয় বলে ভিসা পান নাসিম খুশির উইকেট। শেষ বলে ছক্কা হজম করলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পেস বোলিং অলরাউন্ডার ডেবিড ভিসা।

এর আগে টসে জিতে মূল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০৯ রানে অল আউট হয় ওমান। ইনিংসে দুই ব্যাটার জিশান মাকসুদের ২২ ও খালিদ খৈলের ৩৪ রানই ছিল উল্লেখ করার মতো।বল হাতে নামিবিয়ার হয়ে ২১ রানে চারটি উইকেট নিয়েছেন রুবেন ট্রাম্পেলমান। ২৮ রানে তিনটি নিয়েছেন ডেভিড ভিসা। দুটি নিয়েছেন গেরহার্ড এরাসমাস।  

জবাবে একটা পর্যায় পর্যন্ত নামিবিয়া নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। ৭৩ রানে অধিনায়ক এরাসমাসের বিদায়ের পর দ্রুত কিছু উইকেট পড়লে পথ হারাতে শুরু করে তারা। শুরু থেকে প্রান্ত আগলে খেলতে থাকা জ্যান ফ্রাইলিঙ্ক ৪৫ রানে ফিরলে পরিস্থিতি হয়ে দাঁড়ায় আরও অন্যরকম।   

তার পর ওমান টাইট বোলিংয়ে তাদের এমনভাবে আটকে দেয় শেষ ওভারে জিততে পারবে কিনা সেটাই অনিশ্চিত হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষ বলে ওমানের জয়ের সুযোগ থাকলেও উইকেট কিপারের ভুলে ম্যাচ যায় সুপার ওভারে। অবস্থা এমন ছিল যে শেষ বলে প্রয়োজন দুই রান। স্নায়ুর চাপে তখন দুই দল। মেহরান খানের ডেলিভারিটি ব্যাটে লাগাতে পারেননি ভিসা। বল কিপারের কাছে গেলেও তিনি বলটা গ্লাভসে জমাতে পারেননি। তখন কোনও দিক না তাকিয়ে টাই করার জন্য রান নিতে ছুটেন দুই নামিবিয়ান ব্যাটার। ওমান কিপার তখন স্টাম্প ভাঙার মতো বীরত্বও দেখাতে পারেননি।

রোমাঞ্চকর ম্যাচে দলকে জিতিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ডেভিড ভিসা।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

সুপার ওভারের  রোমাঞ্চে জয় পেলো নামিবিয়া 

আপডেট: ০৬:১২:৪৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

জয়ের নায়ক ডেবিড ভিসার বীরত্বে সুপার ওভারে রোমাঞ্চকর জয় পেলো নামিবিয়া।  ছবি: সংগৃহীত 

টি-২০ বিশ্বকাপের নবম আসরে বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ বারের মত সুপার ওভারে গড়ালো ওমান- নামিবিয়ার ম্যাচ।লো স্কোরিং ম্যাচে জয়ের পাল্লা নামিবিয়ার পক্ষে ভারী থাকলেও শেষ ওভারে শেষ বলে জয়ের জন্য ২ রান লাগতো নামিবিয়ার। পেসার মেহরানের শর্ট বলে ব্যাট ছোঁয়াতে পারেননি ভিসা। লেগ বাই থেকে কোনোমতে ১ রান নিয়ে ম্যাচটা সুপার ওভারে নেয় নামিবিয়ার ডেবিড ভিসা।

সুপার ওভারে নামিবিয়ার ব্যাটিংয়ে প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকানোর পর তৃতীয় ও চতুর্থ বলে যথাক্রমে একটি ডাবল ও সিঙ্গেল রান নেন ভিসা, শেষ দুই বলে বাউন্ডারি নেন ডানহাতি ব্যাটসম্যান ইরাসমাস।সুপার ওভারে ওমানের দরকার ৬ বলে ২২ রান।

বোলিং এসে তৃতীয় বলে ভিসা পান নাসিম খুশির উইকেট। শেষ বলে ছক্কা হজম করলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পেস বোলিং অলরাউন্ডার ডেবিড ভিসা।

এর আগে টসে জিতে মূল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০৯ রানে অল আউট হয় ওমান। ইনিংসে দুই ব্যাটার জিশান মাকসুদের ২২ ও খালিদ খৈলের ৩৪ রানই ছিল উল্লেখ করার মতো।বল হাতে নামিবিয়ার হয়ে ২১ রানে চারটি উইকেট নিয়েছেন রুবেন ট্রাম্পেলমান। ২৮ রানে তিনটি নিয়েছেন ডেভিড ভিসা। দুটি নিয়েছেন গেরহার্ড এরাসমাস।  

জবাবে একটা পর্যায় পর্যন্ত নামিবিয়া নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। ৭৩ রানে অধিনায়ক এরাসমাসের বিদায়ের পর দ্রুত কিছু উইকেট পড়লে পথ হারাতে শুরু করে তারা। শুরু থেকে প্রান্ত আগলে খেলতে থাকা জ্যান ফ্রাইলিঙ্ক ৪৫ রানে ফিরলে পরিস্থিতি হয়ে দাঁড়ায় আরও অন্যরকম।   

তার পর ওমান টাইট বোলিংয়ে তাদের এমনভাবে আটকে দেয় শেষ ওভারে জিততে পারবে কিনা সেটাই অনিশ্চিত হয়ে দাঁড়ায়। ম্যাচের শেষ বলে ওমানের জয়ের সুযোগ থাকলেও উইকেট কিপারের ভুলে ম্যাচ যায় সুপার ওভারে। অবস্থা এমন ছিল যে শেষ বলে প্রয়োজন দুই রান। স্নায়ুর চাপে তখন দুই দল। মেহরান খানের ডেলিভারিটি ব্যাটে লাগাতে পারেননি ভিসা। বল কিপারের কাছে গেলেও তিনি বলটা গ্লাভসে জমাতে পারেননি। তখন কোনও দিক না তাকিয়ে টাই করার জন্য রান নিতে ছুটেন দুই নামিবিয়ান ব্যাটার। ওমান কিপার তখন স্টাম্প ভাঙার মতো বীরত্বও দেখাতে পারেননি।

রোমাঞ্চকর ম্যাচে দলকে জিতিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ডেভিড ভিসা।

শেয়ার করুন