শাহবাগ – ঢাবিতে পুলিশের ব্যারিকেড, ক্যাম্পাসে সুনশান নীরবতা

- আপডেট: ০১:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
- / 23
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে শাহবাগ থানার সামনে ব্যারিকেড। ছবি: আব্দুর রহমান / ইউএনএ
রাজধানীর শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাওয়ার পথে শাহবাগ থানার সামনে ব্যারিকেট দিয়ে রেখেছে পুলিশ। এ সড়কে কোনো যান চলচল নেই বললেই চলে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকেও ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে। তবে সেখানে সামান্য খোলা রাখায় কিছু রিকশা ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১২টার দিকে দেখা যায় এমন চিত্র। সেখানে শাহবাগ থানার সমনে প্রায় শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। রাখা হয়েছে, জলকামান ও সাঁজোয়া যান। শাহবাগে বিরাজ করছিল থমথমে পরিবেশ।
এদিকে টিএসসি চত্বরে শতাধিক আনসার সদস্যকে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে। ছিলেন ৩০-৪০ পুলিশ সদস্যও। সেখানেও সাঁজোয়া যান রাখা হয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগ কর্মীদের কাউকেই দেখা যায়নি।
বুধবার (১৭ জুলাই) রাতে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।
এদিন রাতে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ এই ঘোষণা দেন।