০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
অলিম্পিকে পুরুষদের ফুটবলে আজ কোয়ার্টারে মুখোমুখি আট দল

জাহিদ হাসান
- আপডেট: ০৫:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / 22
ছবি:সংগৃহীত
প্যারিস অলিম্পিকে পুরুষদের ফুটবল ইভেন্টে ১ম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে ইতিমধ্যে ৮ টি দল উঠেছে। এর মধ্যে ৩টি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানারআপ হয়ে ৬টি দল এসেছে এবং বাকী ২টি দল এসেছে তৃতীয় স্থান থেকে সেরা হয়ে।এই আট দল আজ কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।
বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭ টায় লড়বে মরক্কো বনাম যুক্তরাষ্ট্র; একই দিন রাত ৯ টায় লড়বে জাপান ও আসরের ফেভারিট স্পেন। আর রাত ১১ টায় মিশরের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এছাড়া আজ দিবাগত রাত ১ টায় হাই-ভোল্টেজ ও আসরের সবচেয়ে আকর্ষনীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ফ্রান্স ও আর্জেন্টিনা।
যদিও আর্জেন্টিনা গ্রুপ পর্বে মরক্কোর সাথে প্রথম ম্যাচ হারলেও বাকী দু’ ম্যাচ জিতে ভালোই ছন্দে আছে এবারের আসরে।
ট্যাগ :