আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস

- আপডেট: ১১:৫৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / 51
আজ পহেলা ফাল্গুন। ঋতুচক্রের আবর্তমানে শীতকে বিদায় জানিয়ে ঋতুরাজ বসন্তের আগমন।
বসন্তের আগমনে প্রকৃতি যেন নতুন সাজে সজ্জিত হয়। গাছে গাছে রঙিন ফুল জানান দিচ্ছে, বসন্ত এসে গেছে।
অজস্র ফুলের সমারহে প্রকৃতিতে এক নতুন মাএা যোগ করে। ফুটন্ত পলাশ, শিমুল, কৃষ্ণচূড়ার প্রকৃতিতে ভালোবাসার এক অপার সৌর্ন্দয সৃষ্টি হয়। গাছে গাছে পাখিদের কিচিরমিচির প্রকৃতিতে সুরের র্মুছনা সৃষ্টি হয়। মন খুলে বলতে চাই, আমি ফালগুনের বার্তা বাহক –কারন জন্ম আমার জারুল ফোটার কালে , বসন্তের ঝাঁপি খুলে – আসুক পুষ্প – প্লাবন, সবার অন্তরে প্রাণে।
বসন্তের আগমনের দিনে ভালোবাসা দিবস তরুন-তরুনীদের মনে নতুন দিগন্ত বয়ে এসেছে। প্রকৃতির নব ফুটন্ত পুষ্প দিয়ে
যেন প্রিয়জনকে লুকায়িত মনের ভাষা গুলো প্রকাশ করে।
দিবস জুঁড়ে সাদাবকেরা সঙ্গীর কাছে আসে নীলাকাশে
প্রশস্ত ডানায় সযত্নে রাখে ভালবাসা ,
বলে ওঠে এক সুরে….ভালবাসা
আজ তুমি বসন্ত হও।