ঈশ্বরগঞ্জে সাবেক এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগে সংবাদ সম্মেলন

- আপডেট: ০৭:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / 19
– ঈশ্বরগঞ্জে সাবেক এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগে সংবাদ সম্মেলন । ছবি: ইউএনএ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সাবেক এক পুলিশ কর্মকর্তা তার ভাই বোনসহ এলাকা বাসির বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার।
আজ মঙ্গলবার ( ২৬ নভেম্বর ) বেলা ১১ টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সংবাদ সম্মেলনে ভূক্তভোগী পরিবারের লোকজন জানান, উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী গ্রামের অবসরপ্রাপ্ত এস আই শহীদুল্লাহ প্রভাব বিস্তার করে তার সহোদর ভাই বোনদের জমাজমি দখল এবং এলাকার নিরহ লোকজনের জমাজমি দখল করে নিয়ে তাদের নামে বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমা দিয়ে হয়রানীর করে আসছেন।
অবসরপ্রাপ্ত এস আই শহীদুল্লার ভাই আব্দুল জব্বার বলেন, তার সাড়ে ৬০ শতাংশ জমি লিখে দেওয়ার পরও ওই জমি দখল দেননি। জমির দখল চাওয়ায় তার বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তিনি আরো বলেন, তার আর এক বোন রোকেয়া বেগমের স্বামী আব্দুর রশিদের ১৭ শতাংশ জমি দখলে নিয়েছে অবসরপ্রাপ্ত এস আই শহীদুল্লাহ। এনিয়ে ভাগিনাদের কেও মামলা দিয়ে হয়রানী করছেন।
গত ৫ আগস্টোর পর তিনি তার সাড়ে ৬০শতাংশ জমি দখলে নিয়েছেন। সংবাদ সম্মেলনে এলাকার ইসলাম উদ্দিন (৬০) এর ৪০শতাংশ। রুহুল আমিন (৫৬) এর ১৭ শতাংশ, হোসেন মিয়ার ৩৮শতাংশ জমি দখলে নেয়ার অভিযোগ তুলেন ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ইতোমধ্যে ভাই বোনসহ এলাকা বাসির বিরুদ্ধে ১৩/১৪টি মামলা দায়ের করেন শহীদুল্লাহ। গত৫ আগস্টের পর ওই পুলিশ কর্মকর্তার দখলে থাকা জমি গুলো উদ্ধার করায় স্থানীয় ১৭ জনের নাম উল্লেখ করে ময়মনসিংহের আদালতে ৬৭০নং একটি মামলা দায়ের করেন শহীদুল্লাহ।
এ বিষয়ে অভিযুক্ত শহীদুল্লাহ’র সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, যে সমস্ত জমাজমি আমার দখলে ছিলো সে গুলোর আমার নামে কাগজপত্র আছে। আমার ছেলেরা বিভিন্ন স্থানে চাকুরি করে, আমি একা বাড়িতে আছি এই সুযোগে তারা আমার ব্যাপক ক্ষতিগ্রস্ত করায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি।