১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
সালমানের প্রশংসায় পঞ্চমুখ রাশমিকা

ইউএনএ নিউজ ডেস্ক
- আপডেট: ০৩:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 19
– সালমান খান ও রাশমিকা মান্দানা। ছবি : সংগৃহীত
বলিউডের ভাইজান সালমান খান ও দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা প্রথমবার জুটি বেঁধেছেন ‘সিকান্দার’ সিনেমায়। ৩১ বছরের বয়সের পার্থক্য নিয়ে আলোচনার মধ্যেও শুটিং চলছে জোরকদমে।
সালমানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে রাশমিকা বলেন, “তার সঙ্গে কাজ করা স্বপ্ন পূরণের মতো। তিনি অসাধারণ, খুবই বিনয়ী এবং মাটির মানুষ।” শুটিংয়ের সময় অসুস্থ রাশমিকার প্রতি সালমানের যত্নের কথা উল্লেখ করে তিনি জানান, ভাইজান সবাইকে পুষ্টিকর খাবার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে বলতেন।
‘সিকান্দার’ সিনেমা নিয়ে উচ্ছ্বসিত রাশমিকা এটি দর্শকদের জন্য বিশেষ উপহার বলে উল্লেখ করেছেন। সম্প্রতি তিনি ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির কাজ শেষ করেছেন এবং আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘থামা’ ছবিতে কাজ শুরু করেছেন।