বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছরে উন্নীত ও ভাতা বৃদ্ধির দাবি

- আপডেট: ০৯:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
- / 33
ছবি : আব্দুর রহমান / ইউএনএ
চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষার বয়সসীমা ৩৪ বছরে উন্নীতকরণ এবং পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণরত চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে চিকিৎসক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস অব বাংলাদেশ (ইউমব)।
রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকার শাহবাগে আয়োজিত এক সমাবেশে সংগঠনটির নেতারা দাবি করেন, ১৭ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য, জনপ্রশাসন, এবং অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে কার্যকর উদ্যোগ না নিলে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে ইউমব নেতারা ঘোষণা দেন, চিকিৎসকদের জন্য বিসিএস পরীক্ষার বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৩৪ বছর নির্ধারণ করতে হবে এবং বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের মাসিক ভাতা নবম গ্রেডের সমান পর্যায়ে উন্নীতকরণ করতে হবে।
নেতারা উল্লেখ করেন, বর্তমানে চিকিৎসকদের জন্য এমবিবিএস এবং ইন্টার্নশিপ সম্পন্ন করতে প্রায় সাড়ে ছয় বছর লেগে যায়, যা অন্যান্য স্নাতক প্রার্থীদের তুলনায় বেশি। কিন্তু সাম্প্রতিক প্রজ্ঞাপনে সকলের জন্য বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে বয়স বাড়ানোর বিষয়টি উপেক্ষিত হয়েছে।
পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণরত চিকিৎসকদের বিষয়ে তারা জানান, সরকারি চাকরিজীবী চিকিৎসকরা প্রশিক্ষণের সময় নিয়মিত বেতন-ভাতা পেলেও বেসরকারি চিকিৎসকরা অপ্রতুল ভাতা পান। বর্তমানে তাদের মাসিক ভাতা মাত্র ২৫ হাজার টাকা, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এই ভাতা মেডিকেল অফিসার সমমানের বেতনে উন্নীত করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রস্তাব পাঠানো হলেও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
ইউমব নেতারা সময়মতো দাবি পূরণের ওপর গুরুত্বারোপ করেন এবং দাবি বাস্তবায়নে চিকিৎসক সমাজের ঐক্যবদ্ধ থাকার কথা জানান।