অপহৃত চবির ৫ শিক্ষার্থী মুক্তি পেল

- আপডেট: ০৬:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / 4
অপহৃত চবির ৫ শিক্ষার্থী : ছবি : সংগৃহীত
খাগড়াছড়ি থেকে অপহরণের সাতদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৫ শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
অপহৃত শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা ও অলড্রিন ত্রিপুরা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রিশন চাকমা।তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) বিজু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।
এদিকে পিসিপি’র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অপহরণ ঘটনার জন্য আবারও প্রসিত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফকে দায়ী করা হয়। তবে তা অস্বীকার করে ইউডিপিএফ প্রসিত গ্রুপ।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল অপহৃতদের ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা অপহৃত শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে। তারা এখন পরিবারের জিম্মায় রয়েছেন।