০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

পাকিস্তানকে এবারও সহজে হারাল ভারত

ইউএনএ নিউজ:
  • আপডেট: ১২:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 48

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে পাত্তা দেয়নি ভারত। সুপার ফোরের ম্যাচেও ৭ বল থাকতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওভারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ে মিটিংয়ে রান করতে পারেননি ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।

জবাবে ভারত ৯.৫ ওভারে ১০৫ রানের ওপেনিং জুটিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। ১২৩ রানের মধ্যে ৩ উইকেট হারালে সতর্ক পথে হেঁটে জয় তুলে নেন তিলত ভার্মা।

এর আগে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে।

এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫।

মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

পাকিস্তানকে এবারও সহজে হারাল ভারত

আপডেট: ১২:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে পাত্তা দেয়নি ভারত। সুপার ফোরের ম্যাচেও ৭ বল থাকতে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে সূর্যকুমার যাদবের দল।

রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ১০ ওভারে ১ উইকেটে ৯১ রান তুলে ফেলেছিল তারা। দুইশ’ ছোঁয়া দলীয় রানের আশা দিচ্ছিল। কিন্তু মিডল ওভারে উইকেট হারিয়ে ও স্লগে মন্থর ব্যাটিংয়ে মিটিংয়ে রান করতে পারেননি ৫ উইকেটে ১৭১ রানে আটকে যায় পাকিস্তান।

জবাবে ভারত ৯.৫ ওভারে ১০৫ রানের ওপেনিং জুটিতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। ১২৩ রানের মধ্যে ৩ উইকেট হারালে সতর্ক পথে হেঁটে জয় তুলে নেন তিলত ভার্মা।

এর আগে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমে ৯ বলে ১৫ রান করেন ফখর জামান। পরে ওপেনার শাহিবজাদা ফারহান ও তিনে নামা সাইম আইয়ূব ৭১ রানের জুটি গড়েন। আইয়ূব ফিরে যান ১৭ বলে ২১ রান করে।

এরপরই মোমেন্টাম হারায় পাকিস্তান। হুসেইন তালাত ১১ বলে ১০ রান করেন। ফারহান ৪৫ বলে ৫৮ রান করে আউট হন। দলের রান তখন ১৪.১ ওভারে ১১৫।

মোহাম্মদ নওয়াজ ১৯ বলে ২১ এবং অধিনায়ক সালমান আগা ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৮ বলে দুই ছক্কা ও এক চারে ২০ রান করায় রান কিছুটা বাড়ে।

শেয়ার করুন