রোপা আমন গাছে গোড়া পচা রোগ, ফলন নিয়ে অনিশ্চয়তায় কৃষক

- আপডেট: ১২:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
- / 122
জয়পুরহাটের কালাই উপজেলায় চলতি রোপা আমন মৌসুমে ধান খেতে ভয়াবহ রূপে দেখা দিয়েছে গোড়া পচা রোগ। নামকরা বিভিন্ন কোম্পানির বালাইনাশক ও পচনরোধক স্প্রে করেও কোনোভাবেই থামছে না এই রোগের সংক্রমণ। মাঠপর্যায়ে কৃষকরা প্রতিদিন লড়াই করছেন রোগ মোকাবিলায় কিন্তু ফলাফল শূন্য। এই অবস্থায় ধান ক্ষেত নষ্ট হওয়ার শঙ্কায় একরকম দিশেহারা হয়ে পড়েছেন তারা।
ফলন বিপর্যয়ের আশঙ্কায় তাদের মুখে উদ্বেগ আর হতাশার ছাপ স্পষ্ট।
অনেকেই বলছেন, সপ্তাহে দুই-তিনবার স্প্রে করার পরেও কোনো উপকার মিলছে না বরং দিনকে দিন খরচ বাড়ছে, আর গাছগুলো শুকিয়ে মরে যাচ্ছে।
গত মৌসুমে হিমাগারে আলু রেখে বড় অঙ্কের লোকসানের মুখে পড়েছিলেন কালাইয়ের কৃষকরা। সেই ক্ষতির ঘা এখনও শুকায়নি, এরই মধ্যে আমন মৌসুমেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ায় ভবিষ্যৎ নিয়ে মারাত্মক শঙ্কায় রয়েছেন তারা।
কেউ কেউ বলছেন, এবার যদি ধান থেকেও লোকসান হয়, তাহলে হয়ত আর ঘুরে দাঁড়ানোর কোনো উপায় থাকবে না, সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন তারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, আমনের খেতে ব্যাপক হারে খোল পচা বা গোড়া পচা রোগে গাছ কুঁকড়ে গেছে, পাতাগুলো হলদে হয়ে ঝুলে পড়েছে। কৃষকরা জমিতে দাঁড়িয়ে কীটনাশক ছিটাচ্ছেন, কিন্তু রোগের বিস্তার অব্যাহত। আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা মাঠে কথা হয় কয়েকজন হতাশ কৃষকের সঙ্গে।
তারা জানান, প্রায় তিন সপ্তাহ আগে একটানা বৃষ্টির পর থেকেই রোগটি ছড়িয়ে পড়েছে। প্রথমে কিছু জমিতে দেখা দিলেও এখন তা দ্রুত ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। প্রতিদিন স্প্রে করেও কোনো উন্নতি নেই, বরং রোগের প্রকোপ আরও বাড়ছে।
হারুঞ্জা গ্রামের কৃষক ফেরদাউস বারী জানান, তাদের সারা বছরের সংসার চালানোর ভরসা হলো আমন ধান। কিন্তু গাছের গোড়া পচে যাওয়ায় এবার সে আশাও ধূলিসাৎ হতে বসেছে।
তিনি বলেন, ধান না পেলে আলুর মাঠে কাজ করবো কীভাবে? ঘরে খাবার থাকবে না, আবার পরবর্তী ফসলের খরচও জোগাড় করা সম্ভব হবে না।”
এলতা গ্রামের কৃষক মোকারম হোসেন জানান, সাত বিঘা জমিতে ধান লাগিয়েছেন। নিয়মিত পরিচর্যা করেও রোগ ঠেকাতে পারছেন না। স্প্রে করার খরচে প্রতিদিন টাকা খরচ হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। তার কণ্ঠে স্পষ্ট হতাশা। এভাবে চললে সব শেষ হয়ে যাবে, আর কিছুই থাকবে না।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১১ হাজার ৯৫০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশেই ছত্রাকজনিত গোড়া পচা রোগ দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদ জানান, মূলত চলতি মৌসুমের বৈরী আবহাওয়ার কারণেই এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দিনের বেলা অতিরিক্ত রোদ ও রাতে হালকা কুয়াশার ফলে জমিতে আর্দ্রতা ও তাপমাত্রার পরিবর্তন রোগ ছড়ানোর উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। এছাড়া নিচু জমিতে পানি জমে থাকায় ছত্রাক সহজেই সংক্রমণ ঘটাতে পারছে। তিনি আরও বলেন, অনেক কৃষক নিয়ম মেনে ও সঠিক পদ্ধতিতে স্প্রে না করায় সমস্যাটা আরও বেড়েছে। কৃষি বিভাগ মাঠপর্যায়ে গিয়ে কৃষকদের সঠিকভাবে স্প্রে করার পদ্ধতি ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে।
তবে কৃষকদের অভিযোগ, তারা নিয়মিত স্প্রে করলেও কোনো ফল পাচ্ছেন না। দিন শেষে শুধু খরচ বাড়ছে, লাভ তো দূরের কথা, ধানের চারা পর্যন্ত বাঁচাতে পারছেন না। এমন পরিস্থিতিতে কৃষকদের মুখে এখন একটাই কথা, আমনও যদি আলুর মতো শেষ হয়, তাহলে আর ফিরে দাঁড়ানোর কিছুই থাকবে না।




















