ধনবাড়ীতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

- আপডেট: ০২:০৪:২১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / 39
টাঙ্গাইলে ধনবাড়ী স্পোর্টস লাভার এসোসিয়েশনের ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে ক্যাফে হাট ম্যারাথন রান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকালে ৭ টায় নবাব ইন্সটিটিউট মাঠ থেকে স্পোর্টস লাভার এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।

স্পোর্টস লাভার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এ্যাডভোকেট সোলায়মান হোসেনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয়। এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মধুপুর-ধনবাড়ীর এমপি মনোনীত প্রার্থী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান।
ক্যাফে হাট ম্যারাথন দৌড়ে ৩৩০ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন। ১৫ কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ধনবাড়ী মাঠ শুরু হয়ে নরিল্যা হয়ে ভাইঘাট থেকে পুনরায় ধনবাড়ী মাঠে এসে শেষ হয়। এ প্রতিযোগিতায় ১ম বিজয়ী আশরাফুল আলম, ২য় বিজয়ী ইমরান ও ৩য় বিজয়ী হয়েছেন পলাশ




















