খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ

- আপডেট: ০৮:২৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
- / 25
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন মির্জা আব্বাস। ছবি : ইউএনএ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি দাবি করেছেন—খালেদা জিয়ার আজকের অসুস্থতা স্বাভাবিক কোনো অসুস্থতা নয়, বরং একটি “অস্বাভাবিক পরিস্থিতির” ফল।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব বলেন তিনি।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করা দৈনিক পূর্বকোণ এর ফটো সাংবাদিক (চট্রগ্রাম) এম হায়দার আলি প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।ছবি : ইউএনএ
মির্জা আব্বাস অভিযোগ করেন,কারাগারে স্লো পয়জন দেওয়ার আশঙ্কা তিনি সবসময়ই অনুভব করেছেন। এক ভারতীয় সাংবাদিক নাকি তাকে বলেছিলেন, খালেদা জিয়ার জীবনকে ধীরে ধীরে ক্ষয় করার মতোভাবে “ডিজাইন” করা হয়েছে। একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে তিনি আজকের অবস্থায় অসুস্থ হয়েছেন। আল্লাহর রহমতে তিনি এখনো বেঁচে আছেন। আমরা তার সুস্থতা কামনা করি। তিনি খালেদা জিয়াকে দেখতে যান এবং এক ঘণ্টা সেখানে ছিলেন।
নির্বাচন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, বিদেশে থাকা কিছু ব্যক্তি দেশবিরোধী চক্রান্ত করছেন এবং দাবি করছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। তিনি পাল্টা প্রশ্ন করেন, বিএনপিকে ছাড়া তো আগেও নির্বাচন হয়েছে! তার মতে, বাংলাদেশে নির্বাচন হবেই এবং তা আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘রূপসী বাংলা আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা-২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মির্জা আব্বাসের কাছ থেকে সম্মাননা গ্রহন করছেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মসিউর রহমান সুমন। ছবি : ইউএনএ
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনসহ সংগঠনের নেতারা।
রূপসী বাংলা-২০২৫ আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন এম হায়দার আলী (চট্টগ্রাম), দ্বিতীয় স্থান অর্জন করেছেন শামসুল হক রিপন (ঢাকা) এবং তৃতীয় স্থান অর্জন করেছেন এম রাশেদ (চট্টগ্রাম)। এবং তৃতীয় স্থান অধিকার করেন এম রাশেদ, চট্টগ্রাম থেকে।























