০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬

নির্বাচনী পরিবেশ বিবেচনায় ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ স্থগিত

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ১২:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / 26

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে পূর্বঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ দুপুরে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে আগামী ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম ও কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ তথ্য নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

নির্বাচনী পরিবেশ বিবেচনায় ইসলামী আন্দোলনের জাতীয় মহাসমাবেশ স্থগিত

আপডেট: ১২:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে পূর্বঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার ২ জানুয়ারি ২০২৬ দুপুরে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, গত ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত এক বৈঠকে শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেপ্তার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে আগামী ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে ৯ জানুয়ারি প্রাথমিকের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়টি বিবেচনায় নিয়ে পূর্বের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম ও কেএম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ তথ্য নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

শেয়ার করুন