পঞ্চগড়ে এক বছরে ৫৫৬ ভ্রাম্যমাণ আদালত: জরিমানা আদায় ২১ লাখ টাকার বেশি

- আপডেট: ০৩:০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 15
পঞ্চগড়ে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে ২১ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে ৭৮০টি মামলায় ৩৪৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত এক বছরে সদর উপজেলাসহ জেলার পাঁচটি উপজেলায় মোট ৫৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে ৭৮০টি মামলা দায়ের করা হয় এবং ৭৮০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৩৪৫ জনকে কারাদণ্ড এবং বাকিদের অর্থদণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজী টুলু জানান, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২১ লাখ ৮ হাজার ৪৫৬ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থ সংশ্লিষ্ট আইন বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, সড়ক পরিবহন আইন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ইটভাটা নিয়ন্ত্রণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন, হোটেল ও রেস্তোরাঁ আইন, ঔষধ ও কসমেটিকস আইন, ওজন ও পরিমাপ মানদণ্ড আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সব ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশেষ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, অবৈধ মব সৃষ্টি বা জনশৃঙ্খলা বিঘ্নিত হলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নিবিড় নজরদারিতে জনস্বার্থে এসব অভিযান অব্যাহত থাকবে।





















