সিলেটে এবার পেট্রল বোমা ও অস্ত্র উদ্ধার

- আপডেট: ০৫:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
- / 8
সিলেটের শ্রীমঙ্গলে ১১টি এয়ারগান পর এবার দক্ষিণ সুরমা এলাকা থেকে পেট্রল বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার রাতে সিলেটের দক্ষিণ সুরমার একটি যাত্রী ছাউনি এসব উদ্ধার করা হয় বলে ভাষ্য র্যাবের।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া পেট্রল এবং আগ্নেয়াস্ত্র নাশকতামূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এসময় কাউকে আটক করা না গেলেও এর পেছনে কারা জড়িত, তা তদন্তে নেমেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়েছে। যেখানে রয়েছে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার পাইপগান ও পাঁচটি পেট্রল বোমা।
পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও পেট্রল বোমা সাধারণ ডায়রি মূলে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত রোববার শ্রীমঙ্গলে সাতগাও গ্রামের একটি ঝোপঝাড় থেকে দুটি বস্তায় রাখা ১১টি এয়ারগান উদ্ধার করে র্যাব-৯।



















