রক্ষা পেয়েছে বাসে থাকা ৯ যাত্রী
চালকের ঘুমে বাস পুকুরে!

- আপডেট: ০৬:২৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 5
বরগুনার আমতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে যায় – ছবি : ইউএনএ
বরগুনার আমতলী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়েছে। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অন্তত ৯ যাত্রী। তবে এক শিশু সামান্য আহত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) ভোরে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর ঘটখালি বাজার সংলগ্ন উর্শিতলা সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে কুয়াকাটা যাচ্ছিলো বাসটি।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ইউনিক পরিবহনের বাসটি উর্শিতলা এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে ৮ থেকে ৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে একটি শিশু সামান্য আহত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুকুরে পানি কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।