১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক
  • আপডেট: ০১:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪
  • / 22

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এতে প্রথমবারের মতো স্থান পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম ও অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এছাড়াও অভিনয়শিল্পী হিসেবে আছেন অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, সুজাতা আজিম।

নির্মাতা হিসেবে বোর্ডে জায়গা পেয়েছেন কাজী হায়াৎ, জাহাঙ্গীর আলম ও প্রযোজক হিসেবে এই নিয়ে পঞ্চমবার সদস্য হলেন খোরশেদ আলম খসরু।

নতুন কমিটিতেও বরাবরের মতো আছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (নুজহাত ইয়াসমিন) ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে ছয়জন প্রতিনিধিও থাকছেন সদস্য হিসেবে।

বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত পূর্ণিমা। মাঝে মাঝে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার অভিনীত দুই সিনেমা ‘‘গাঙচিল’’ ও ‘‘জ্যাম’’ মুক্তির অপেক্ষায়।

সাম্প্রতিককালে ঈদে মুক্তি পাওয়া ‘‘আহারে জীবন’’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। ওই সিনেমায় ফেরদৌস আহমেদের সঙ্গে জুটি বেধেছিলেন তিনি।

শেয়ার করুন
ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হলেন পূর্ণিমা

আপডেট: ০১:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

ফাইল ছবি

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন কমিটি গঠন করেছে সরকার। ১৫ সদস্যের এই কমিটিতে স্থান পেয়েছেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। গতকাল রবিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এতে প্রথমবারের মতো স্থান পেয়েছেন অভিনেতা আজিজুল হাকিম ও অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এছাড়াও অভিনয়শিল্পী হিসেবে আছেন অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, সুজাতা আজিম।

নির্মাতা হিসেবে বোর্ডে জায়গা পেয়েছেন কাজী হায়াৎ, জাহাঙ্গীর আলম ও প্রযোজক হিসেবে এই নিয়ে পঞ্চমবার সদস্য হলেন খোরশেদ আলম খসরু।

নতুন কমিটিতেও বরাবরের মতো আছেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (নুজহাত ইয়াসমিন) ও সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় থেকে ছয়জন প্রতিনিধিও থাকছেন সদস্য হিসেবে।

বর্তমানে পরিবার নিয়েই ব্যস্ত পূর্ণিমা। মাঝে মাঝে শোবিজের বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। তার অভিনীত দুই সিনেমা ‘‘গাঙচিল’’ ও ‘‘জ্যাম’’ মুক্তির অপেক্ষায়।

সাম্প্রতিককালে ঈদে মুক্তি পাওয়া ‘‘আহারে জীবন’’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল। ওই সিনেমায় ফেরদৌস আহমেদের সঙ্গে জুটি বেধেছিলেন তিনি।

শেয়ার করুন