ঘূর্নিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে ভারী বৃষ্টিতে জনদূর্ভোগ

- আপডেট: ০৯:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / 37
রাজধানীতে টানা বৃষ্টির কারনে গনপরিবহন সংকটে নিজস্ব গন্তব্যে যেতে জনসাধারনের সম্যাসায় পরতে হয়। ছবি: জাহিদ হাসান
গতকাল রোববার রাতে ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত হানার পর সেটি শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।কিন্তু রিমালের প্রভাবে পার্শ্ববর্তী জেলাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজধানীর ঢাকাতে সকাল থেকে ভারী বৃষ্টিাপত ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে।এই আবহাওয়া আজ সারা রাত এবং আগামীকাল মঙ্গলবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আজ (সোমবার) টানা বৃষ্টির ফলে বাসা থেকে বের হওয়া শ্রমজীবি,পেশাজীবি ও সাধারন মানুষ দূর্ভোগে পরেছে।
শহরের বিভিন্ন এলাকায় সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে,যার ফলে জনসাধারণের রাস্তায় চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে। সেই সঙ্গে যানবাহনের স্বল্পতা এবং রিকশা ও সিএনজি অটোরিকশায় বাড়তি ভাড়া জনসাধারনের ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ।
রাজধানীর বিভিন্ন এলাকা দেখা গেছে, কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হেয়েছে।রাজধানীর শান্তিনগর, রামপুরা, খিলাগাঁও, বাড্ডা, গ্রিন রোড, নিউ মার্কেট, ধানমন্ডি ২৭, মানিক মিয়া অ্যাভিনিউ, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর-১,১০, ১১,১২,১৩ ও ১৪ নম্বর, মালিবাগ, সায়েদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকার বিভিন্ন স্থানে পানি জমেছে।এছাড়াও অন্যান্য সড়কগুলোতেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
রাজধানীর শান্তিনগর থেকে পল্টনে য়াওয়ার পথে বৃষ্টিতে ভোগান্তিতে পড়া বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবী মো: সেলিম ইউএনএ কে বলেন, বাসার গলি থেকে হাঁটু সমান পানিতে হেটে প্রধান সড়কে আসতে হয়,অনেকটা সময় গণপরিবহনের জন্য অপেক্ষা থাকার পরেও ভিড়ের ভিতরে ওঠতে না পাড়ায় দ্বিগুণ রিক্সা ভাড়া দিয়ে অফিসে আসতে হয়।
পুরো রাজধানীতে সার্বিক চিত্র এমনটাই ছিল।এছাড়াও অফিস থেকে বাসায় ফেরার সময়টা সকালের তুলনায় আরও বেশি গন পরিবহনের সংকট ছিল। আর রিক্সা সিএনজি চালকরা তো ভোগান্তি কে পুঁজি করে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া নিচ্ছিলো।