০৪:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

১২তম বিবাহবার্ষিকীতে সাকিবের জন্য শিশিরের হৃদয়স্পর্শী বার্তা

ইউএনএ নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 11

-সাকিব ও শিশির। ছবি : সংগৃহীত

২০১২ সালের ১২ ডিসেম্বর, অর্থাৎ ১২.১২.১২ তারিখে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রে বসবাসরত উম্মে আহমেদ শিশির। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের ১২ বছর পেরিয়ে গেল। এই বিশেষ দিনটি উদযাপন করতে শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী সাকিবের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তাদের সম্পর্কের সূচনা হয়েছিল ফেসবুকে পরিচয়ের মাধ্যমে। এরপর সাকিবের ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথম সাক্ষাৎ। সেই পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, যা রূপ নেয় গভীর প্রেমে। অবশেষে ১২.১২.১২ তারিখে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (সাবেক রূপসী বাংলা) জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিবাহবার্ষিকীর দিনে শিশির আবেগমাখা বার্তায় লিখেছেন, “যখন এই লেখা লিখছি, ঘড়ির কাঁটা ঠিক ১২টা ১২ মিনিট। ১২ বছর আগে আজকের এই দিনে আমাদের গল্প শুরু হয়েছিল। প্রথম দেখা থেকে শুরু করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি সুন্দর রূপকথার মতো। হাতে হাত রেখে আমরা এগিয়ে চলেছি, কাঁধে কাঁধ মিলিয়ে গড়েছি এক ভালোবাসায় পূর্ণ পরিবার। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনে প্রতিটি দিনকেই বিশেষ মনে হয়েছে। শুভ বিবাহবার্ষিকী। আলহামদুলিল্লাহ।”

সাকিব ও শিশিরের সংসার আলো করে আছে তিন সন্তান। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান আলাইনা হাসানের জন্ম হয়। এরপর ২০২০ সালে তাদের ঘরে আসে দ্বিতীয় কন্যা ইরাম হাসান। ২০২১ সালে জন্ম নেয় তাদের পুত্র ইজাহ আল হাসান।

বর্তমানে সাকিব বেশিরভাগ সময় পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনীতি ও ক্রিকেটের কারণে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে অনেক আলোচনা চলছে। ইতিমধ্যে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, যদিও ওয়ানডে ফরম্যাটে এখনও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ।

সব প্রতিকূলতা পেরিয়ে তাদের দাম্পত্য জীবন যেন আরও দীর্ঘ ও সুখময় হয়, সেই প্রত্যাশা করছে সাকিব-শিশিরের ভক্তরা।

 

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

১২তম বিবাহবার্ষিকীতে সাকিবের জন্য শিশিরের হৃদয়স্পর্শী বার্তা

আপডেট: ০৬:৩২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

-সাকিব ও শিশির। ছবি : সংগৃহীত

২০১২ সালের ১২ ডিসেম্বর, অর্থাৎ ১২.১২.১২ তারিখে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও যুক্তরাষ্ট্রে বসবাসরত উম্মে আহমেদ শিশির। দেখতে দেখতে তাদের দাম্পত্য জীবনের ১২ বছর পেরিয়ে গেল। এই বিশেষ দিনটি উদযাপন করতে শিশির সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামী সাকিবের প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তাদের সম্পর্কের সূচনা হয়েছিল ফেসবুকে পরিচয়ের মাধ্যমে। এরপর সাকিবের ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময় প্রথম সাক্ষাৎ। সেই পরিচয় থেকে ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব, যা রূপ নেয় গভীর প্রেমে। অবশেষে ১২.১২.১২ তারিখে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (সাবেক রূপসী বাংলা) জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

বিবাহবার্ষিকীর দিনে শিশির আবেগমাখা বার্তায় লিখেছেন, “যখন এই লেখা লিখছি, ঘড়ির কাঁটা ঠিক ১২টা ১২ মিনিট। ১২ বছর আগে আজকের এই দিনে আমাদের গল্প শুরু হয়েছিল। প্রথম দেখা থেকে শুরু করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত যেন একটি সুন্দর রূপকথার মতো। হাতে হাত রেখে আমরা এগিয়ে চলেছি, কাঁধে কাঁধ মিলিয়ে গড়েছি এক ভালোবাসায় পূর্ণ পরিবার। আলহামদুলিল্লাহ, আমাদের জীবনে প্রতিটি দিনকেই বিশেষ মনে হয়েছে। শুভ বিবাহবার্ষিকী। আলহামদুলিল্লাহ।”

সাকিব ও শিশিরের সংসার আলো করে আছে তিন সন্তান। ২০১৫ সালে তাদের প্রথম সন্তান আলাইনা হাসানের জন্ম হয়। এরপর ২০২০ সালে তাদের ঘরে আসে দ্বিতীয় কন্যা ইরাম হাসান। ২০২১ সালে জন্ম নেয় তাদের পুত্র ইজাহ আল হাসান।

বর্তমানে সাকিব বেশিরভাগ সময় পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তবে সাম্প্রতিক সময়ে রাজনীতি ও ক্রিকেটের কারণে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে অনেক আলোচনা চলছে। ইতিমধ্যে তিনি টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, যদিও ওয়ানডে ফরম্যাটে এখনও তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ।

সব প্রতিকূলতা পেরিয়ে তাদের দাম্পত্য জীবন যেন আরও দীর্ঘ ও সুখময় হয়, সেই প্রত্যাশা করছে সাকিব-শিশিরের ভক্তরা।

 

শেয়ার করুন