আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে বন্ধ ৮ কারখানা, পরিস্থিতি উত্তপ্ত

- আপডেট: ০৮:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 13
–ছবি সংগৃহীত
আশুলিয়া শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষের কারণে বৃহস্পতিবার আরও ৮টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে গত বুধবারও ১১টি কারখানা বন্ধ করা হয়েছিল। এই ঘটনায় মোট ১৯টি কারখানা বন্ধ হয়ে গেছে।
শ্রমিকরা তাদের বার্ষিক মজুরি ১৫ শতাংশ বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেছেন। শ্রমিকদের দাবি পূরণের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, যার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এদিন ২৫টি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানা থেকে বের হয়ে যান, ফলে বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে যখন শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে অশান্তি সৃষ্টি করেন। নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানায়, বুধবার নাসা গ্রুপের তিনটি কারখানা ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ করা হয়েছে। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী এই অস্থিরতার পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে কিনা, তা খতিয়ে দেখছে।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, আশুলিয়ায় তৈরি পোশাক খাতে কিছু অস্থিরতা সৃষ্টি করা হয়েছে এবং এতে সরকারের বিরোধী পক্ষের সংশ্লিষ্টতা থাকতে পারে।