দুই শিক্ষক-কর্মচারীকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান

- আপডেট: ১১:০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
- / 17
–অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রখ্যাত কবি “রওশন ইজদানী একাডেমী”র বিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুস সালাম ও চতুর্থ শ্রেণি কর্মচারী গোলাম মৌলাকে অবসরোত্তর বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রওশন ইজদানী একাডেমীর আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
সহকারী শিক্ষক ফাহমীন আক্তার মীমের সঞ্চালনায় এসময় অন্যদের মাঝে বক্তব্য বিদায়ী শিক্ষক আব্দুস সালাম ও চতুর্থ শ্রেণি কর্মচারী গোলাম মৌলা, সহকারী শিক্ষক মাহাবুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন তালুকদার, আশুজিয়া জেএনসি উচ্চ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, যুবদল নেতা রাজিব তালুকদার, ছাত্রদল নেতা আহসান হাবিব বাবুল প্রমূখ।
শেষে বিদায়ী অতিথিগণকে বিভিন্ন রকমের উপহার প্রদান করা হয়।