০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ঝিনাইগাতীতে চলাচলের অনুপযোগী রাস্তা নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিলেন স্থানীয় সমাজসেবক

খোরশেদ আলম,শেরপুর প্রতিনিধি
  • আপডেট: ০৬:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / 40

ঝিনাইগাতীতে চলাচলের অনুপযোগী রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট করছেন স্থানীয় সমাজসেবক ইব্রাহিম। ছবি – ইউএনএ 

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হলো যখন সমাজসেবক ইব্রাহিম নিজ উদ্যোগে রাস্তা মেরামতের জন্য মাটি ভরাটের কাজ সম্পন্ন করলেন।

সরজমিনে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারিপাড়া,মানিককুড়া,হলদিগ্রাম,দক্ষিণ ডেফলাই,সন্ধাকুড়া, ফাকড়াবাদ,নলকুড়া,শালচুড়া,কুশাইকুড়া ও ভালুকা গ্রামে রয়েছে বেশ কিছু কাচা রাস্তা। বর্ষাকালে কাদা পানি থাকায় এসব রাস্তার উপর দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এসব রাস্তা দিয়ে কৃষকরা হাটবাজারে কৃষিপণ্য বাজারজাত করতে পারে না। বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দূর্ভোগ লাগবে খানাখন্দ সৃষ্টি থাকা এসব রাস্তায় নিজস্ব উদ্যোগে মাটি ভরাট করছেন মাওলানা ইব্রাহিম।

ইব্রাহিমের এই উদ্যোগকে এলাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। তার এ ধরনের সমাজসেবামূলক কাজ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। রাস্তার মাটি ভরাটের কাজ হওয়ায় স্থানীয় মানুষ এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।

সমাজসেবক ও ইসলামী আন্দোলন নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম বলেন, “মানুষের কষ্ট লাঘব করতে পারাটা আমার জন্য আনন্দের। নিজস্ব অর্থায়নে এসব কাচা রাস্তায় মাটি ভরাট কার্যক্রম চালিয়ে আসছি। আমার এধরনের কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম, গত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আগামীতেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান। এ কারণে তিনি পূর্বে থেকেই সাধারণ মানুষের সানিধ্য পেতে এলাকার উন্নয়ন ও বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের অংশগ্রহণ করে আসছেন বলে জানান তিনি। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের পাশাপাশি , দরিদ্র নিপীড়িত মানুষের শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকাসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সহায়তাও করে আসছেন।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

ঝিনাইগাতীতে চলাচলের অনুপযোগী রাস্তা নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিলেন স্থানীয় সমাজসেবক

আপডেট: ০৬:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

ঝিনাইগাতীতে চলাচলের অনুপযোগী রাস্তায় নিজ উদ্যোগে মাটি ভরাট করছেন স্থানীয় সমাজসেবক ইব্রাহিম। ছবি – ইউএনএ 

ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হলো যখন সমাজসেবক ইব্রাহিম নিজ উদ্যোগে রাস্তা মেরামতের জন্য মাটি ভরাটের কাজ সম্পন্ন করলেন।

সরজমিনে জানা যায়, উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারিপাড়া,মানিককুড়া,হলদিগ্রাম,দক্ষিণ ডেফলাই,সন্ধাকুড়া, ফাকড়াবাদ,নলকুড়া,শালচুড়া,কুশাইকুড়া ও ভালুকা গ্রামে রয়েছে বেশ কিছু কাচা রাস্তা। বর্ষাকালে কাদা পানি থাকায় এসব রাস্তার উপর দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এসব রাস্তা দিয়ে কৃষকরা হাটবাজারে কৃষিপণ্য বাজারজাত করতে পারে না। বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াত ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকাবাসীর দূর্ভোগ লাগবে খানাখন্দ সৃষ্টি থাকা এসব রাস্তায় নিজস্ব উদ্যোগে মাটি ভরাট করছেন মাওলানা ইব্রাহিম।

ইব্রাহিমের এই উদ্যোগকে এলাকাবাসী সাদরে গ্রহণ করেছেন। তার এ ধরনের সমাজসেবামূলক কাজ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। রাস্তার মাটি ভরাটের কাজ হওয়ায় স্থানীয় মানুষ এখন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।

সমাজসেবক ও ইসলামী আন্দোলন নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম বলেন, “মানুষের কষ্ট লাঘব করতে পারাটা আমার জন্য আনন্দের। নিজস্ব অর্থায়নে এসব কাচা রাস্তায় মাটি ভরাট কার্যক্রম চালিয়ে আসছি। আমার এধরনের কর্মকান্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইসলামী আন্দোলন ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম, গত ইউপি নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী হিসেবে নলকুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আগামীতেও তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেও জানান। এ কারণে তিনি পূর্বে থেকেই সাধারণ মানুষের সানিধ্য পেতে এলাকার উন্নয়ন ও বিভিন্ন সেবা মূলক কর্মকাণ্ডের অংশগ্রহণ করে আসছেন বলে জানান তিনি। এ ছাড়া ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কারের পাশাপাশি , দরিদ্র নিপীড়িত মানুষের শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকাসহ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে অর্থ সহায়তাও করে আসছেন।

শেয়ার করুন