১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হুমায়ুন কবির রিটন, (কেন্দুয়া)নেত্রকোণা
  • আপডেট: ০৩:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / 35
-ছবি : ইউএনএ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা রওশন ইজদানী একাডেমীতে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইডিএফ) উদ্যোগে ৬টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ আয়োজন করেছে। ফাউন্ডেশনের সভাপতি মানোয়ার হোসেন শেখ জানান,শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রস্তুতি উন্নত করার উদ্দেশ্যে এলাকার বিভিন্ন কিন্ডারগার্টেন নিয়ে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

এ বছর অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফিরোজা বাশার কিন্ডারগার্টেন, চাইল্ড কেয়ার একাডেমি, রোজ বাড কিন্ডারগার্টেন, মমতা আইডিয়াল একাডেমি, ইউনাইটেড কিন্ডারগার্টেন এবং মা আদর্শ কিন্ডারগার্টেন। প্লে গ্রুপ থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৩২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

কেন্দ্র সচিব আশরাফুল হক টিটু জানান, পরীক্ষায় প্লে গ্রুপে ৪৯ জন, নার্সারিতে ৪৫ জন, প্রথম শ্রেণিতে ৪২ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৫ জন, তৃতীয় শ্রেণিতে ২০ জন, চতুর্থ শ্রেণিতে ২০ জন এবং পঞ্চম শ্রেণিতে ২১ জন শিক্ষার্থী অংশ নেয়।

রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক ও হল সুপার জাহাঙ্গীর কবির বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় অংশ নিতে তারা প্রস্তুত থাকবে এবং মানসিক চাপের মুখেও দৃঢ় থাকতে পারবে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংগঠনের এ মহৎ উদ্যোগ স্থানীয় শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা।

শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

কেন্দুয়ায় এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট: ০৩:১৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
-ছবি : ইউএনএ 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা রওশন ইজদানী একাডেমীতে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ইডিএফ) উদ্যোগে ৬টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ প্রতিযোগিতামূলক পরীক্ষা সম্পন্ন হয়।

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ আয়োজন করেছে। ফাউন্ডেশনের সভাপতি মানোয়ার হোসেন শেখ জানান,শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থীদের প্রস্তুতি উন্নত করার উদ্দেশ্যে এলাকার বিভিন্ন কিন্ডারগার্টেন নিয়ে এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

এ বছর অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ফিরোজা বাশার কিন্ডারগার্টেন, চাইল্ড কেয়ার একাডেমি, রোজ বাড কিন্ডারগার্টেন, মমতা আইডিয়াল একাডেমি, ইউনাইটেড কিন্ডারগার্টেন এবং মা আদর্শ কিন্ডারগার্টেন। প্লে গ্রুপ থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ২৩২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

কেন্দ্র সচিব আশরাফুল হক টিটু জানান, পরীক্ষায় প্লে গ্রুপে ৪৯ জন, নার্সারিতে ৪৫ জন, প্রথম শ্রেণিতে ৪২ জন, দ্বিতীয় শ্রেণিতে ৩৫ জন, তৃতীয় শ্রেণিতে ২০ জন, চতুর্থ শ্রেণিতে ২০ জন এবং পঞ্চম শ্রেণিতে ২১ জন শিক্ষার্থী অংশ নেয়।

রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক ও হল সুপার জাহাঙ্গীর কবির বলেন, এ ধরনের আয়োজন শিশুদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় অংশ নিতে তারা প্রস্তুত থাকবে এবং মানসিক চাপের মুখেও দৃঢ় থাকতে পারবে। তিনি অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংগঠনের এ মহৎ উদ্যোগ স্থানীয় শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করেন অভিভাবক ও শিক্ষকরা।

শেয়ার করুন