১২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫
ব্যারিস্টার রাজ্জাকের সম্মানে অর্ধদিবস সুপ্রিম কোর্ট বন্ধ

ইউএনএ প্রতিবেদক
- আপডেট: ০২:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 4
সংগৃহীত ছবি
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগে আধাবেলা বিচার কাজ বন্ধ থাকবে।
সোমবার (৫ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক গতকাল (রোববার) বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে সোমবার আপিল বিভাগের বিচারিক কার্যক্রম ১১টা এবং হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সোয়া একটা পর্যন্ত চলবে। এরপর বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।